Posts

ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক আজ

Image
ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক আজ  থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আজ শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

১৬০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের ১৩ ঘণ্টা পর মোটরসাইকেল উদ্ধার

Image
  ১৬০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের ১৩ ঘণ্টা পর মোটরসাইকেল উদ্ধার বাগেরহাটের মোরেলগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ীকে মারপিট করে ১৬০ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ১৩ ঘণ্টার পর মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১০টার দিকে কুঠিবাড়ি এলাকার পানগুছি নদীর চরে মোটরসাইকেলটির সন্ধান মেলে। এর আগে শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে পৌরসভার সেরেস্তাদারবাড়ি এলাকা থেকে নিলয় জুয়েলার্সের মালিক মিলন কর্মকারকে ছিনতাইকারীরা মারপিট করে স্বর্ণালংকারের ব্যাগ ও মোটরসাইকেল নিয়ে যায়। মিলন কর্মকার জানান, মোটরসাইকেলের সিটের নিচে ৩টি ব্যাগে ১৬০ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ আ ড়াই লাখ টাকা ছিল। দুর্ধর্ষ এ ছিনতাই ঘটনার পরে বাগেরহাট জেলা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দু’টি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ছিনতাই হওয়া মোটরসাইকেলটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত ও স্বর্ণ উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠ পর্যায়ে কাজ করছে।

আপনি কি পড়েছেন “শরীফ থেকে শরীফার গল্প” দ্রুত জেনে নিন

 আপনি কি পড়েছেন শরিফ থেকে শরিফা হওয়ার ঘটনা

ফকিরহাটে ভোট দিতে গিয়ে নারীর মৃত্যু

Image
  ফকিরহাটে ভোট দিতে গিয়ে নারীর মৃত্যু    ফকিরহাট (বাগেরহাট)  ছবি: সংগৃহীত বাগেরহাটের ফকিরহাটে ভোট দিতে যাওয়ার সময় ভ্যানের চাকায় ওড়না পিছিয়ে গলায় ফাঁস লেগে সোনিয়া (২২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার লখপুর ইউনিয়নের যুগীখালি সেতুর কাছে ঘটনাটি ঘটেছে। তিনি লখপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ভোটার। তিনি যুগীখালী সেতুর নিচে মায়ের সঙ্গে বসবাস করতেন। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ভ্যানে করে ভোটকেন্দ্রে যাওয়ার পথে যুগীখালি সেতু পার হওয়ার পর ভ্যানের চাকার সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে সড়কে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। খবর পেয়ে দেখতে যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাস, ফকিরহাট মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম

মোরেলগঞ্জে বৃদ্ধকে হত্যার অভিযোগ, নারী আটক

Image
  মোরেলগঞ্জে বৃদ্ধকে হত্যার অভিযোগ, নারী আটক মোরেলগঞ্জ (বাগেরহাট)  ছত্তার তালুকদারের বাড়িতে স্বজনদের ভিড়। প্রবা ফটো বাগেরহাটের মোরেলগঞ্জে ছত্তার তালুকদার নামের এক বৃদ্ধ শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে মনিরা বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে।  গুগল নিউজে প্রতিদিনের বাংলাদেশ”র খবর পড়তে ,, সোমবার (১ জানুয়ারি) সকাল ৭টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার উত্তর সরালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের স্ত্রী ফরিদা বেগমের দাবি, সকালে তার স্বামী ছত্তার তালুকদার বাড়ির সীমানা বেড়া তৈরির কাজ করছিলেন। তখন প্রতিবেশি লোকমান শেখের স্ত্রী মনিরা বেগম বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মনিরা বেগম ছত্তার তালুকদারকে ধাক্কা দিলে ঘটনাস্থলে পড়ে তিনি মারা যান। ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, দুই পরিবারের মধ্যে  সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আজ বেড়া দেওয়ার সময় বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনায় ছত্তার তালুকদার মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

যে কারনে থার্টি ফার্স্ট নাইট হারাম

Image
 যেসব কারনে #থার্টিফাস্ট_নাইট পালন করা হারাম ✘✘ অশ্লীলতা ও বেহায়াপনা: এ রাত্রিকে কেন্দ্র করে চলে অশালীন ও বেহায়পনার মহোৎসব। যুবতীরা আঁটসাঁট, অশালীন ও নগ্ন পোষাক পরিধান করে অবাধে চলাফেরা করে। অথচ এ প্রসঙ্গে নাবী (সা) বলেন:  "ঐসব নারী যারা হবে পোষাক পরিহিতা কিন্তু নগ্ন। যারা পরপুরুষকে আকৃষ্ট করবে এবং নিজেরাও আকৃষ্ট হবে। তাদের মাথা বক্র উচুঁ কাঁধ বিশিষ্ট উটের ন্যায়। তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এমনকি জান্নাতের সুগন্ধিও পাবে না।" 📖সহীহ মুসলিম-২১২৮ ✘✘ গান বাজনা: থার্টি ফাস্ট নাইটকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন কনসার্টে নারী পুরুষের একসঙ্গে গান বাজনা, নগ্ন নৃত্য যেন আবশ্যকীয় বিষয় হয়ে দাড়িঁয়েছে। অথচ ইহা আল্লাহ তায়ালা ও রাসূল (সা) সম্পূর্ণ হারাম ও অবৈধ বলে ঘোষণা করেছেন। 📚সূরা লুকমান-৬, সহীহ বুখারী – ৫৫৯০, ৬৮৯১ ✘✘ আতশবাজী ও পটকাবাজী: এ রাতে আনন্দ উল্লাস উপভোগ করার জন্য মধ্যরাত থেকে শুরু হয় আতশবাজী ও পটকাবাজী। যা জনমনে ব্যাপক আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে এবং জনসাধারণের জন্য কষ্টদায়ক হয়। অথচ আল্লাহ বলেন:  "যা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদের কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও ...

কচুয়ায় মাঁত্র পাঁচ মাসে পুরো কুরআন হেফজ করল শিশু মাহবুব

Image
কচুয়ায় মাত্র পাঁচ মাসে পুরো কুরআন হেফজ করল শিশু মাহবুব ইসলাম টাইমস ডেস্ক: পাঁচ মাস ১৭ দিনে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে কোরআনের হাফেজ হলেন চাঁদপুরের কচুয়া জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদ্রাসার ছাত্র মো. মাহবুবুল ইসলাম। হাফেজ মাহবুবুল ইসলাম কুমিল্লার চান্দিনা উপজেলার বশিকপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে। ওই মাদ্রাসার হিফজ বিভাগে পবিত্র কোরআন শিক্ষা শেষে সে ১ম স্থান অর্জন করেন। রোববার দুপুরে কচুয়া বড় মসজিদে প্রধান অতিথি হিসেবে ঢাকা বসুন্ধরা ইসলামী রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাইদ তাকে পাগড়ী দান (দস্তারবন্দী) প্রদান করেন। মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আবু হানিফার সভাপতিত্বে ও মুহাদ্দিস মাওলানা ছানাউল্যাহর পরিচালনায় বক্তব্য রাখেন- কচুয়া বড় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মাহবুবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক খোরশেদ আলম, কচুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন বাটা, নব নির্বাচিত কাউন্সিলর মাসুদ আলম প্রধানসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা।