মোরেলগঞ্জে বৃদ্ধকে হত্যার অভিযোগ, নারী আটক মোরেলগঞ্জ (বাগেরহাট) ছত্তার তালুকদারের বাড়িতে স্বজনদের ভিড়। প্রবা ফটো বাগেরহাটের মোরেলগঞ্জে ছত্তার তালুকদার নামের এক বৃদ্ধ শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে মনিরা বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে। গুগল নিউজে প্রতিদিনের বাংলাদেশ”র খবর পড়তে ,, সোমবার (১ জানুয়ারি) সকাল ৭টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার উত্তর সরালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের স্ত্রী ফরিদা বেগমের দাবি, সকালে তার স্বামী ছত্তার তালুকদার বাড়ির সীমানা বেড়া তৈরির কাজ করছিলেন। তখন প্রতিবেশি লোকমান শেখের স্ত্রী মনিরা বেগম বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মনিরা বেগম ছত্তার তালুকদারকে ধাক্কা দিলে ঘটনাস্থলে পড়ে তিনি মারা যান। ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, দুই পরিবারের মধ্যে সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আজ বেড়া দেওয়ার সময় বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনায় ছত্তার তালুকদার মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।