১৬০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের ১৩ ঘণ্টা পর মোটরসাইকেল উদ্ধার

 

১৬০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের ১৩ ঘণ্টা পর মোটরসাইকেল উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ীকে মারপিট করে ১৬০ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ১৩ ঘণ্টার পর মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা ১০টার দিকে কুঠিবাড়ি এলাকার পানগুছি নদীর চরে মোটরসাইকেলটির সন্ধান মেলে।




এর আগে শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে পৌরসভার সেরেস্তাদারবাড়ি এলাকা থেকে নিলয় জুয়েলার্সের মালিক মিলন কর্মকারকে ছিনতাইকারীরা মারপিট করে স্বর্ণালংকারের ব্যাগ ও মোটরসাইকেল নিয়ে যায়।

মিলন কর্মকার জানান, মোটরসাইকেলের সিটের নিচে ৩টি ব্যাগে ১৬০ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ আ


ড়াই লাখ টাকা ছিল।

দুর্ধর্ষ এ ছিনতাই ঘটনার পরে বাগেরহাট জেলা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দু’টি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ছিনতাই হওয়া মোটরসাইকেলটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত ও স্বর্ণ উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠ পর্যায়ে কাজ করছে।


Comments

Popular posts from this blog

ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক আজ

বাগেরহাটের মোংলায় নদী থেকে অপরিণত এক নবজাতকের মরা‌দেহ উদ্ধার করা

মোরেলগঞ্জে বৃদ্ধকে হত্যার অভিযোগ, নারী আটক