ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক আজ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আজ শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
১৬০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের ১৩ ঘণ্টা পর মোটরসাইকেল উদ্ধার বাগেরহাটের মোরেলগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ীকে মারপিট করে ১৬০ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ১৩ ঘণ্টার পর মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১০টার দিকে কুঠিবাড়ি এলাকার পানগুছি নদীর চরে মোটরসাইকেলটির সন্ধান মেলে। এর আগে শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে পৌরসভার সেরেস্তাদারবাড়ি এলাকা থেকে নিলয় জুয়েলার্সের মালিক মিলন কর্মকারকে ছিনতাইকারীরা মারপিট করে স্বর্ণালংকারের ব্যাগ ও মোটরসাইকেল নিয়ে যায়। মিলন কর্মকার জানান, মোটরসাইকেলের সিটের নিচে ৩টি ব্যাগে ১৬০ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ আ ড়াই লাখ টাকা ছিল। দুর্ধর্ষ এ ছিনতাই ঘটনার পরে বাগেরহাট জেলা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দু’টি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ছিনতাই হওয়া মোটরসাইকেলটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত ও স্বর্ণ উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠ পর্যায়ে কাজ করছে।
মোরেলগঞ্জে বৃদ্ধকে হত্যার অভিযোগ, নারী আটক মোরেলগঞ্জ (বাগেরহাট) ছত্তার তালুকদারের বাড়িতে স্বজনদের ভিড়। প্রবা ফটো বাগেরহাটের মোরেলগঞ্জে ছত্তার তালুকদার নামের এক বৃদ্ধ শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে মনিরা বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে। গুগল নিউজে প্রতিদিনের বাংলাদেশ”র খবর পড়তে ,, সোমবার (১ জানুয়ারি) সকাল ৭টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার উত্তর সরালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের স্ত্রী ফরিদা বেগমের দাবি, সকালে তার স্বামী ছত্তার তালুকদার বাড়ির সীমানা বেড়া তৈরির কাজ করছিলেন। তখন প্রতিবেশি লোকমান শেখের স্ত্রী মনিরা বেগম বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মনিরা বেগম ছত্তার তালুকদারকে ধাক্কা দিলে ঘটনাস্থলে পড়ে তিনি মারা যান। ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, দুই পরিবারের মধ্যে সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আজ বেড়া দেওয়ার সময় বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনায় ছত্তার তালুকদার মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Comments
Post a Comment