ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক আজ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আজ শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
ফকিরহাটে ভোট দিতে গিয়ে নারীর মৃত্যু ফকিরহাট (বাগেরহাট) ছবি: সংগৃহীত বাগেরহাটের ফকিরহাটে ভোট দিতে যাওয়ার সময় ভ্যানের চাকায় ওড়না পিছিয়ে গলায় ফাঁস লেগে সোনিয়া (২২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার লখপুর ইউনিয়নের যুগীখালি সেতুর কাছে ঘটনাটি ঘটেছে। তিনি লখপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ভোটার। তিনি যুগীখালী সেতুর নিচে মায়ের সঙ্গে বসবাস করতেন। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ভ্যানে করে ভোটকেন্দ্রে যাওয়ার পথে যুগীখালি সেতু পার হওয়ার পর ভ্যানের চাকার সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে সড়কে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। খবর পেয়ে দেখতে যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাস, ফকিরহাট মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম
১৬০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের ১৩ ঘণ্টা পর মোটরসাইকেল উদ্ধার বাগেরহাটের মোরেলগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ীকে মারপিট করে ১৬০ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ১৩ ঘণ্টার পর মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১০টার দিকে কুঠিবাড়ি এলাকার পানগুছি নদীর চরে মোটরসাইকেলটির সন্ধান মেলে। এর আগে শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে পৌরসভার সেরেস্তাদারবাড়ি এলাকা থেকে নিলয় জুয়েলার্সের মালিক মিলন কর্মকারকে ছিনতাইকারীরা মারপিট করে স্বর্ণালংকারের ব্যাগ ও মোটরসাইকেল নিয়ে যায়। মিলন কর্মকার জানান, মোটরসাইকেলের সিটের নিচে ৩টি ব্যাগে ১৬০ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ আ ড়াই লাখ টাকা ছিল। দুর্ধর্ষ এ ছিনতাই ঘটনার পরে বাগেরহাট জেলা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দু’টি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ছিনতাই হওয়া মোটরসাইকেলটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত ও স্বর্ণ উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠ পর্যায়ে কাজ করছে।
Comments
Post a Comment