Popular posts from this blog
বাগেরহাটের মোংলায় নদী থেকে অপরিণত এক নবজাতকের মরাদেহ উদ্ধার করা
বাগেরহাটের মোংলায় নদী থেকে অপরিণত এক নবজাতকের মরাদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের খবরের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মোংলা উপজেলার নারকেল তলার নদীর চর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, এলাকাবাসীর খবরের মাধ্যমে নবজাতকের মৃতদেহটি উদ্ধার করি। ময়নাতদন্তের মাধ্যমে নবজাতকের ডিএনএ প্রোফাইল তৈরি করা হবে। যারা এই নবজাতকের পরিবারকে খুজে বের করতে পুলিশ কাজ করবে। ওসি আরও বলেন, নবজাতকের শরীরে আকার আকৃতি দেখে মনে হয় এটি একটি অপরিণত নবজাতক। ৭-৮ মাস গর্ভে থাকার পরে নবজাতকটিকে অবৈধ গর্ভপাত করে ফেলে দেওয়া হয়েছে। নবজাতকের শরীরটি ক্ষতবিক্ষত ছিল। ধারণা করা হচ্ছে দুই একদিন আগে কেউ অবৈধ গর্ভপাত করে ফেলে দিয়েছেন। খু লনা গেজেট/এনএম আরও সংবাদ মাদক মামলায় দুই আসামির যাবজ্জীবন
মোরেলগঞ্জে বৃদ্ধকে হত্যার অভিযোগ, নারী আটক
মোরেলগঞ্জে বৃদ্ধকে হত্যার অভিযোগ, নারী আটক মোরেলগঞ্জ (বাগেরহাট) ছত্তার তালুকদারের বাড়িতে স্বজনদের ভিড়। প্রবা ফটো বাগেরহাটের মোরেলগঞ্জে ছত্তার তালুকদার নামের এক বৃদ্ধ শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে মনিরা বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে। গুগল নিউজে প্রতিদিনের বাংলাদেশ”র খবর পড়তে ,, সোমবার (১ জানুয়ারি) সকাল ৭টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার উত্তর সরালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের স্ত্রী ফরিদা বেগমের দাবি, সকালে তার স্বামী ছত্তার তালুকদার বাড়ির সীমানা বেড়া তৈরির কাজ করছিলেন। তখন প্রতিবেশি লোকমান শেখের স্ত্রী মনিরা বেগম বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মনিরা বেগম ছত্তার তালুকদারকে ধাক্কা দিলে ঘটনাস্থলে পড়ে তিনি মারা যান। ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, দুই পরিবারের মধ্যে সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আজ বেড়া দেওয়ার সময় বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনায় ছত্তার তালুকদার মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Nice
ReplyDelete