Posts

Showing posts from January, 2024

আপনি কি পড়েছেন “শরীফ থেকে শরীফার গল্প” দ্রুত জেনে নিন

 আপনি কি পড়েছেন শরিফ থেকে শরিফা হওয়ার ঘটনা

ফকিরহাটে ভোট দিতে গিয়ে নারীর মৃত্যু

Image
  ফকিরহাটে ভোট দিতে গিয়ে নারীর মৃত্যু    ফকিরহাট (বাগেরহাট)  ছবি: সংগৃহীত বাগেরহাটের ফকিরহাটে ভোট দিতে যাওয়ার সময় ভ্যানের চাকায় ওড়না পিছিয়ে গলায় ফাঁস লেগে সোনিয়া (২২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার লখপুর ইউনিয়নের যুগীখালি সেতুর কাছে ঘটনাটি ঘটেছে। তিনি লখপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ভোটার। তিনি যুগীখালী সেতুর নিচে মায়ের সঙ্গে বসবাস করতেন। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ভ্যানে করে ভোটকেন্দ্রে যাওয়ার পথে যুগীখালি সেতু পার হওয়ার পর ভ্যানের চাকার সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে সড়কে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। খবর পেয়ে দেখতে যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাস, ফকিরহাট মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম

মোরেলগঞ্জে বৃদ্ধকে হত্যার অভিযোগ, নারী আটক

Image
  মোরেলগঞ্জে বৃদ্ধকে হত্যার অভিযোগ, নারী আটক মোরেলগঞ্জ (বাগেরহাট)  ছত্তার তালুকদারের বাড়িতে স্বজনদের ভিড়। প্রবা ফটো বাগেরহাটের মোরেলগঞ্জে ছত্তার তালুকদার নামের এক বৃদ্ধ শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে মনিরা বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে।  গুগল নিউজে প্রতিদিনের বাংলাদেশ”র খবর পড়তে ,, সোমবার (১ জানুয়ারি) সকাল ৭টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার উত্তর সরালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের স্ত্রী ফরিদা বেগমের দাবি, সকালে তার স্বামী ছত্তার তালুকদার বাড়ির সীমানা বেড়া তৈরির কাজ করছিলেন। তখন প্রতিবেশি লোকমান শেখের স্ত্রী মনিরা বেগম বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মনিরা বেগম ছত্তার তালুকদারকে ধাক্কা দিলে ঘটনাস্থলে পড়ে তিনি মারা যান। ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, দুই পরিবারের মধ্যে  সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আজ বেড়া দেওয়ার সময় বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনায় ছত্তার তালুকদার মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।