Posts

Showing posts from December, 2021

যে কারনে থার্টি ফার্স্ট নাইট হারাম

Image
 যেসব কারনে #থার্টিফাস্ট_নাইট পালন করা হারাম ✘✘ অশ্লীলতা ও বেহায়াপনা: এ রাত্রিকে কেন্দ্র করে চলে অশালীন ও বেহায়পনার মহোৎসব। যুবতীরা আঁটসাঁট, অশালীন ও নগ্ন পোষাক পরিধান করে অবাধে চলাফেরা করে। অথচ এ প্রসঙ্গে নাবী (সা) বলেন:  "ঐসব নারী যারা হবে পোষাক পরিহিতা কিন্তু নগ্ন। যারা পরপুরুষকে আকৃষ্ট করবে এবং নিজেরাও আকৃষ্ট হবে। তাদের মাথা বক্র উচুঁ কাঁধ বিশিষ্ট উটের ন্যায়। তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এমনকি জান্নাতের সুগন্ধিও পাবে না।" 📖সহীহ মুসলিম-২১২৮ ✘✘ গান বাজনা: থার্টি ফাস্ট নাইটকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন কনসার্টে নারী পুরুষের একসঙ্গে গান বাজনা, নগ্ন নৃত্য যেন আবশ্যকীয় বিষয় হয়ে দাড়িঁয়েছে। অথচ ইহা আল্লাহ তায়ালা ও রাসূল (সা) সম্পূর্ণ হারাম ও অবৈধ বলে ঘোষণা করেছেন। 📚সূরা লুকমান-৬, সহীহ বুখারী – ৫৫৯০, ৬৮৯১ ✘✘ আতশবাজী ও পটকাবাজী: এ রাতে আনন্দ উল্লাস উপভোগ করার জন্য মধ্যরাত থেকে শুরু হয় আতশবাজী ও পটকাবাজী। যা জনমনে ব্যাপক আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে এবং জনসাধারণের জন্য কষ্টদায়ক হয়। অথচ আল্লাহ বলেন:  "যা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদের কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও ...

কচুয়ায় মাঁত্র পাঁচ মাসে পুরো কুরআন হেফজ করল শিশু মাহবুব

Image
কচুয়ায় মাত্র পাঁচ মাসে পুরো কুরআন হেফজ করল শিশু মাহবুব ইসলাম টাইমস ডেস্ক: পাঁচ মাস ১৭ দিনে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে কোরআনের হাফেজ হলেন চাঁদপুরের কচুয়া জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদ্রাসার ছাত্র মো. মাহবুবুল ইসলাম। হাফেজ মাহবুবুল ইসলাম কুমিল্লার চান্দিনা উপজেলার বশিকপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে। ওই মাদ্রাসার হিফজ বিভাগে পবিত্র কোরআন শিক্ষা শেষে সে ১ম স্থান অর্জন করেন। রোববার দুপুরে কচুয়া বড় মসজিদে প্রধান অতিথি হিসেবে ঢাকা বসুন্ধরা ইসলামী রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাইদ তাকে পাগড়ী দান (দস্তারবন্দী) প্রদান করেন। মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আবু হানিফার সভাপতিত্বে ও মুহাদ্দিস মাওলানা ছানাউল্যাহর পরিচালনায় বক্তব্য রাখেন- কচুয়া বড় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মাহবুবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক খোরশেদ আলম, কচুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন বাটা, নব নির্বাচিত কাউন্সিলর মাসুদ আলম প্রধানসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা।

মায়েরদোয়াওয়েল্ডিংওয়ার্কসপ মোরেলগঞ্জ

Image
 এখানে,, গেট,গ্রিল সাটার কেসিগেট, দরজা, বাউন্ডারিগেট,,  এস এস এর কাজ সহ সকল ধরনের কাজ করা হয় ,, যোগাযোগ মোরেলগঞ্জ  আর এম ক্লিনিকেের  উত্তর পাসে মেইন রোড ,,,,, 01938605103            

বাগেরহাটের মোংলায় নদী থেকে অপরিণত এক নবজাতকের মরা‌দেহ উদ্ধার করা

Image
  বাগেরহাটের মোংলায় নদী থেকে অপরিণত এক নবজাতকের মরা‌দেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের খবরের ভিত্তিতে মঙ্গলবার সকাল সা‌ড়ে ১০টায় মোংলা উপজেলার নারকেল তলার নদীর চর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, এলাকাবাসীর খবরের মাধ্যমে নবজাতকের মৃতদেহটি উদ্ধার করি। ময়নাতদন্তের মাধ্যমে নবজাতকের ডিএনএ প্রোফাইল তৈরি করা হবে। যারা এই নবজাতকের পরিবারকে খুজে বের করতে পুলিশ কাজ করবে। ওসি আরও বলেন, নবজাতকের শরীরে আকার আকৃতি দেখে মনে হয় এটি একটি অপরিণত নবজাতক। ৭-৮ মাস গর্ভে থাকার পরে নবজাতকটিকে অবৈধ গর্ভপাত করে ফেলে দেওয়া হয়েছে। নবজাতকের শরীরটি ক্ষতবিক্ষত ছিল। ধারণা করা হচ্ছে দুই একদিন আগে কেউ অবৈধ গর্ভপাত করে ফেলে দিয়েছেন।   খু লনা গেজেট/এনএম আরও সংবাদ মাদক মামলায় দুই আসা‌মির যাবজ্জীবন