হেডলাইন ব্রাজিলের মাটিতে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার রেকর্ড কেমন জানুন – স্পোর্টস প্রতিদিন নরসিংদীতে মাল্টা চাষে স্বপ্ন দেখছেন আলতাব হোসেন | Adhunik Krishi Khamar ত্রিশালে ভবঘুরে আশ্রমে মানবেতর জীবন যাপনে বন্দী শিশুরা বলিউডের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের জীবনের অজানা কাহিনী কাউকে না জানিয়ে রাতে বাগরাম ঘাঁটি ত্যাগ করে মার্কিন বাহিনী হাইভোল্টেজ ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা – স্পোর্টস প্রতিদিন ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি জলিল ময়মনসিংহে লটকন চাষে স্বাবলম্বী নাঈম, বাৎসরিক আয় ৪ লাখ টাকা | Adhunik Krishi Khamar যেভাবে মুম্বাইয়ের নায়ক হয়েছিলেন পেশওয়ারের ফল বিক্রেতার পুত্র ইউসুফ খান রাতেই পালিয়ে গেল মার্কিন বাহিনী হোম দক্ষিণঅঞ্চল কঠোর লগডাউনে মোরেলগঞ্জের কর্মহীন মানুষের মানবেতর জীবনযাপন আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১ শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ প্রাণঘাতি করোনা সংক্রমন প্রতিরোধে ও সচেতনতায় কঠোর লকডাউন চলমান রয়েছে,,যে কারনে দুশ্চিন্তায়, হতাশা ও বিপাকে পড়েছে মোড়েলগঞ্জের হোগলাপাশা আশ্রয়ন কেন্দ্রের অসহায় বাসিন্দাসহ উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌর শহরের দিনমজুর, শ্রমজীবী,কর্মহীন পরিবারগুলো।এক বেলা কাজ না করলে অন্য বেলা তাদের খাবার জোটেনা।সরকারিভাবে খাদ্য সহায়তার দাবী জানিয়েছেন তারা। মোরেলগঞ্জ উপজেলার ১০নং হোগলাপাশা ইউনিয়নে বলেশ্বর নদীর তীর ঘেষা একটি আশ্রয়ন কেন্দ্র রয়েছে।কেন্দ্রটি ২০০০ সালে ৪ একর জমির ওপর নির্মিত হয়। ৬টি ইউনিটে ১০টি ঘরে মোট ৬০টি পরিবার বসবাস করছেন।বর্তমানে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন আশ্রয়নের বাসিন্দাদারা।কেন্দ্রটি নির্মাণের পরবর্তীতে হয়নি কোন সংস্কার।মরিচা পড়ে ছিদ্র হয়ে পড়েছে প্রতিটি কক্ষের চালা।বৃষ্টি হলেই প্রতিটি ঘরের কক্ষ থেকে পড়ছে পানি।ঘরের খুটি পলেস্তরা খসে খসে পড়ছে।বসবাসকৃত বাসিন্দারা কোনোমতে পলিথিন টাঙ্গীয়ে থাকছেন সন্তানদের নিয়ে।নেই সুপেয় পানির ব্যবস্থা।৬টি টিউবওয়েল অকেজো অবস্থায় পড়ে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ বন্যা জলোচ্ছাস এলে ২ কিলোমিটারের মধ্যে নেই সাইক্লোন শেল্টার বা পাকা ভবন। অন্যদিকে নদীর ভাঙ্গনের মুখে তাদের বসতবাড়ি। ঘরে নেই খাবার। কিভাবে চলবে তাদের সংসার। দুশ্চিন্তার ছাপ চোখে মুখে। লকডাউনে রিক্সা-ভ্যান চালাতে পারছেন না কর্মহীন হয়ে পড়ে নিজ গৃহে অবস্থান করছেন। আশ্রয়নের বাসিন্দা রিক্সা চালোক কবির হাওলাদার (৪৮)বলেন, পরিবারের দুই ছেলে ১ মেয়ে স্ত্রী নিয়ে খুবই কষ্টে দিনযাপন করছেন। সোহেল শেখ (৩৮), মজিদ পাইক (৬০),মমতাজ বেগম(৪৫), আবু সৈয়দ পাইক (৪০), হাজেরা বিবি (৩৮), সহ একাধিকরা বলেন, রিক্সা-ভ্যান চালিয়ে অন্যের বাড়িতে ঝিঁ-এর কাজ করে ছেলে মেয়েদের নিয়ে কোন মতে দু’মুটো খেয়ে পড়ে দিন যেতো। লকডাউনে তাও বন্ধ হয়ে গেছে। কিভাবে সংসার চলবে,সংবাদ কর্মীদের সামনে এ রকম অনেক প্রশ্ন তুলেন। আশ্রয়নের বাসিন্দারা প্রধানমন্ত্রীর কাছে লকডাউনে খাদ্যসহায়তা,আশ্রয়নের সংস্কার, নদী ভাঙ্গন রোধে স্থায়ী ভেরিবাঁধ দিয়ে তাদের বসবাস করার উপযোগী করে দেওয়ার জোর দবি জানান। হোগলাপাশা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম নান্না বলেন, হোগলাপাশা আশ্রয়ন কেন্দ্রটিতে ৬০টি পরিবার বসবাসকৃত ঘরগুলো জরুরিভাবে সংস্কারের প্রয়োজন। ইতোপূর্বে এ অশ্রয়নের নানাবিধ সমস্যার বিষয়য়ে জেলা প্রশাসক সহ, নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তিনি আশ্রয়ণ বাসিদের সমস্যা লাঘবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেন বলেন, লকডাউনে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষের করোনার সহায়তার বরাদ্ধ ইতোমধ্যে এসে পৌঁছেছে। বিতরণের জন্য নির্দেশনার অপেক্ষায় আছেন। আশ্রয়ন প্রকল্পগুলোর জরার্জীণ বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তাদেরকে অবহিত করা হয়েছে।বরাদ্ধ হলে আশ্রয়নগুলোর সংস্কারের কাজ শুরু
হেডলাইন ব্রাজিলের মাটিতে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার রেকর্ড কেমন জানুন – স্পোর্টস প্রতিদিন নরসিংদীতে মাল্টা চাষে স্বপ্ন দেখছেন আলতাব হোসেন | Adhunik Krishi Khamar ত্রিশালে ভবঘুরে আশ্রমে মানবেতর জীবন যাপনে বন্দী শিশুরা বলিউডের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের জীবনের অজানা কাহিনী কাউকে না জানিয়ে রাতে বাগরাম ঘাঁটি ত্যাগ করে মার্কিন বাহিনী হাইভোল্টেজ ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা – স্পোর্টস প্রতিদিন ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি জলিল ময়মনসিংহে লটকন চাষে স্বাবলম্বী নাঈম, বাৎসরিক আয় ৪ লাখ টাকা | Adhunik Krishi Khamar যেভাবে মুম্বাইয়ের নায়ক হয়েছিলেন পেশওয়ারের ফল বিক্রেতার পুত্র ইউসুফ খান রাতেই পালিয়ে গেল মার্কিন বাহিনী হোম দক্ষিণ অঞ্চন কঠোর লগডাউনে মোরেলগঞ্জের কর্মহীন মানুষের মানবেতর জীবনযাপন আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১ শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ প্রাণঘাতি করোনা সংক্রমন প্রতিরোধে ও সচেতনতায় কঠোর লকডাউন চলমান রয়...